রাজশাহী সংবাদ ডেস্ক
দেশে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ অবস্থান ব্যক্ত করেন। সরকারপ্রধানের প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। খবর: নিউজবাংলা
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, ‘আমরা সবসময় দেশে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি এবং আমরা এরই মধ্যে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করেছি।’
উজরা জেয়ার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারিকে উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, ‘কোনো দলের প্রতি আমাদের পক্ষপাতিত্ব নেই। আমরা নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চাই।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি ছাত্রজীবন থেকে দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী লীগও একই সংগ্রাম করেছে।
সরকারপ্রধান বলেন, ‘আমরা সবসময় জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারের জন্য লড়াই করেছি।’
তিনি বলেন, দেশে ভোট কারচুপি শুরু করে বিএনপি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সে ধারা থেকে বেরিয়ে আসে। এরই অংশ হিসেবে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে।