• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন

৪৭ বছর পর চন্দ্র অভিযানে রাশিয়া

রিপোর্টার নাম:
আপডেট শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

চাঁদের উদ্দেশে রওনা হয়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে রাশিয়ার আমুর ওব্লাস্টের ভোস্টোকনি কসমোড্রোম মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় এটি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোভিয়েত আমলে ১৯৭৬ সালে সর্বশেষ চাঁদে যান পাঠিয়েছিল রাশিয়া। ২০১১ ও ২০১৬ সালে রাশিয়ার মহাকাশ অভিযানগুলো ব্যর্থ হলেও ৪৭ বছর পর দেশটি সফলভাবে লুনা-২৫ উৎক্ষেপণ করল।

৮০০ কেজি ওজনের যানটি চার পাওয়ালা ল্যান্ডার। লুনা-২৫-এর চাঁদে গিয়ে পৌঁছাতে পাঁচ দিন লাগতে পারে বলে জানিয়েছে রাশিয়া।

দেশটি জানায়, এরপর তিন থেকে সাত দিন সময় নিয়ে চাঁদে অবস্থান করার জন্য সঠিক স্থানটি বেছে নেবে লুনা-২৫।

রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকমাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেকজান্ডার ব্লোখিন বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে কোনো যান অবতরণ করবে। এর আগে সব যান চাঁদের নিরক্ষীয় অঞ্চলে অবতরণ করেছে।’

রয়টার্সের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়ার একটি গ্রামের স্থানীয়দের শুক্রবার সকালে অস্থায়ীভাবে সরিয়ে নেয়া হয়েছিল। লুনা-২৫ চন্দ্রযানটি কোনো এক পর্যায়ে ওই গ্রামটির ওপর পড়ে যেতে পারে, এমন শঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়।

লুনা-২৫ ল্যান্ডারটি ২৩ আগস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর কাছাকাছি সময় চাঁদে ভারতীয় একটি চন্দ্রযানও পৌঁছাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ