• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রচারে ঝড় তোলা মাহির ট্রাক নৌকার চাপায় পিষ্ট

রিপোর্টার নাম:
আপডেট সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

বাংলার কথা ডেস্ক 

প্রচারে ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা শারমিন আক্তার মাহিয়া মাহি। শেষ পর্যন্ত জামানত হারালেন নৌকার প্রার্থীর কাছে।

 

মাহি সাকুল্যে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। তার প্রতীক ছিল ট্রাক। তবে পরাজিত হলেও মাহি কোনো অভিযোগ করেননি ভোট নিয়ে। ভোটের পরের দিন মাহি তানোরের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দেখা করে কথা বলেছেন। হতাশ হতে না করেছেন ভক্ত-অনুসারীদের। আগামীর জন্য অপেক্ষা করতে বলেছেন।

 

জানা গেছে, রাজশাহী-১ আসনে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন সর্বোচ্চ এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

 

রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪০ হাজার ২১৮ ভোট। এ আসনের ১৫৮টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা গেছে, মাহিয়া মাহি এই আসন থেকে মোট ভোটের মধ্যে মাত্র ৯ হাজার ৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

 

সূত্র: যুগান্তর

 

বাংলার কথা/জানুয়ারি ০৮, ২০২৪

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ