নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীতে ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ নাইট ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ নাইট ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। আমরা ইতোমধ্যে ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে একটা স্থান অর্জন করেছে। আগামীতে ফুটবলেও আমরা ভালো করবো আশা করি।
১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ নাইট ফুটবল প্রিমিয়ার লীগ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান অতিথি শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানের রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।