সিটি কর্পোরেশনের ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর সবকটিতেই প্রতিটি বুথে পোলিং এজেন্ট পাওয়া যায় নৌকা প্রতীকের। কয়েকটি কেন্দ্রে দেখা গেয়ে লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্ট। আর গোলাপ ফুল প্রতিকের পোলিং এজেন্ট ছিলো না কোন কেন্দ্রেই। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, তিনি ৭২টি বুথে পোলিং এজেন্ট দিয়েছিলেন। আর জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার বলেন, তিনি কোন কেন্দ্রেই পোলিং এজেন্ট দেননি।
দুপুরে বাড়িতে জাকের পার্টির প্রার্থী
বুধবার দুপুর পৌনে ১টার সময় তাকে ফোন দিয়ে কোন কেন্দ্রে আছেন জানতে চাইলে এই মেয়র প্রার্থী বলেন বিভিন্ন কেন্দ্র ঘুরে এখন বাড়িতে অবস্থান করছি। কখন বের হবেন জানতে চাইলে তিনি বলেন, ঠিক বলতে পারছিনা। লতিফ আনোয়ার বলেন, ভোটের সার্বিক পরিবেশ ভালো। কোন কেন্দ্রের বিষয়ে কোন অভিযোগ নেই। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট শেষ হবে বলে আশা করেন তিনি।