• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

লিবিয়ায় বন্যায় প্রাণহানি ৫ হাজারের বেশি, নিখোঁজ ১০ হাজার

রিপোর্টার নাম:
আপডেট বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক
ভূমধ্যসাগরীয় প্রলয়ংকরী ঝড়ে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় লিবিয়ার পূর্ব উপকূলীয় শহর দারনায় পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে, এ দুর্যোগে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১০ হাজার মানুষ। বন্যায় ভেসে গেছে অনেক ভবন; নিশ্চিহ্ন হয়েছে শহরের এক-চতুর্থাংশ এলাকার বিভিন্ন স্থাপনা। দারনার এক চিকিৎসক রয়টার্সকে জানান, বন্যায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, এ দুর্যোগে প্রাণহানি হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষের। এক দশকের বেশি সময়ের সংঘাতে বিভক্ত ও ভঙ্গুর লিবিয়ার ভূমধ্যসাগর উপকূলে আঘাত হানে ড্যানিয়েল নামের ঝড়।
প্রায় এক লাখ ২৫ হাজার বাসিন্দার শহর দারনায় বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন রয়টার্সের সংবাদকর্মীরা। সেসব এলাকায় বাড়িঘর ভেসে যাওয়ার পাশাপাশি কর্দমাক্ত সড়কে ধ্বংসস্তূপে গাড়ি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ওয়াহদা হাসপাতালের পরিচালক মোহামাদ আল-কাবিসি জানান, শহরের একটি অঞ্চলে ১ হাজার ৭০০ এবং অপর অঞ্চলে ৫০০ জনের মৃত্যু হয়। হাসপাতালের বারান্দায় অনেক মরদেহ দেখেন রয়টার্সের সংবাদকর্মীরা। মরদেহ আসার সঙ্গে সঙ্গে লোকজন তাদের নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজ করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ