নিজস্ব প্রতিবেদক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (রুয়েট) একটি বিশ্বমানের গবেষণামুখী প্রযুক্তি নির্ভর ও স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ১৪১ তম একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই আহ্বান জানান। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সকল অভ্যন্তরিন ও বাইরের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। এই সভায় স্নাতকোত্তর শ্রেণীর থিসিস পরীক্ষা কমিটি অনুমোদনের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ছাত্রত্বের মেয়াদ বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।