• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

রিপোর্টার নাম:
আপডেট বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই যুবকের নাম মো: সৈকত (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ওই যুবকের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার সান্ধ্যায় ডেঙ্গু ওয়ার্ডে একজন মারা যানন।
হাসপাতাল পরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। এর মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত আছেন ৫০ জন। গত ২৪ ঘন্টা নতুন ভর্তি হয়েছে ৩০ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।
চলতি মৌসুমে রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছেন ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদের মধ্যে স্থানীয় রোগী ১৫৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩ জন মারা গেছেন । #

আহসান হাবীব অপু
০৯ আগস্ট ২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ