রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত মানসম্মত পাঠদান, শিখন ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ সোমবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় আইকিউএসি সম্মেলন কক্ষে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান।
প্রশিক্ষণ উদ্বোধন করে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা তার বক্তব্যে এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অধিকতর দক্ষতার সাথে পাঠদান, শিখন ও মূল্যায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে প্রতিদিনের চারটি সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল আলম। রাবির বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষক চারটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ ১৬, ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।