নিজস্ব প্রতিবেদক
মাত্র তিন দিনে ভারতে চিকিৎসার ভিসা পাবে রাজশাহী বিভাগীয় ক্যান্সার আক্রান্ত রোগিরা। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ক্যান্সার রোগীদের ৩ দিনের মধ্যে ভিসা দেয়ার ব্যবস্থা করছে।
বর্তমানে ট্যুরিস্ট ভিসায় প্রচণ্ড ভিড়ের কারণে কিছুটা বেশী সময় লাগলেও মানবিক বিবেচনায় এবং রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজনে ক্যান্সার রোগীদের ৩ দিনের মধ্যে ভিসা দেয়ার এ ব্যবস্থা করছে । আগামীতে ১৫ দিনের মধ্যে ট্যুরিস্ট ভিসা দেয়ার চেষ্টা চলছে।
এখন থেকে ক্যান্সার আক্রান্ত রোগিরা জরুরী ভিত্তিতে ভারতের ভিসা করে চিকিৎসা নিতে পারবেন। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস এ তথ্য জানিয়েছে।