• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নাম:
আপডেট মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখা গোরস্থান সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, অনন্ত (৬) ও নির্ঝর (৯) অন্তর নগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে। নির্ঝর একই এলাকার নীরেনের ছেলে। নাগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেতমখাঁ কবরস্থান সংলগ্ন পকুরে সকাল সাড়ে ১১টার দিকে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ