নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্রর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হন দুই বন্ধু। এরা হলেন, রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও নগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৭)। দুজনই রাজশাহীর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
রাজশাহীর ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, কয়েকজন শিক্ষার্থী শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক সময় তারা পদ্মার গভীর পানির দিকে গেলে রিফাত ও সাইম তলিয়ে যায়। তারা দুজনই সাঁতার জানতোনা। তাদের সাথে থাকা অন্য শিক্ষার্থীরা পাড়ে উঠে এসে আশপাশের লোকজনদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পদ্মায় নামে। স্থানীয়রা রাজশাহীর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বেলা ১১টা ৪০ থেকে স›ন্ধ্যা পর্যন্ত ৬ জন ডুবুরি তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। রাতের কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। রোববার ভোর থেকে আবারো উদ্ধারে কাজ শুরু করে ডুবুরি দল। সকাল সাড়ে ৬টার দিকে ভেসে ওঠে নিখোঁজ কলেজছাত্র সাইমের মরদেহ। জেলেরা মরদেহ দেখতে পেয়ে ফায়ার সাভিস কর্মীদের খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। যেখানে তারা ডুবেছিলো সেখান থেকে প্রায় ৬০ গজ দূরে সাইমের মরদেহ পাওয়া যায়। আর দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের পর দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস কর্মীরা।