নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাঃ হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান মোল্লা (৪৫) বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুননাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৬ সালের ৭ম শ্রেনীর এক কিশোরীর ধর্ষণ মামলায় আসামি আঃ হানানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই অর্থ অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এই মামলার আরেক আসামি বানেরা খাতুন নির্দোষ প্রমানিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নানকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।