নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা যুবলীগের প্রয়াত সাধারণ সম্পাদক এ.এইচ.এম খালেদ ওয়াশি কেটুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা যুবলীগ বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। জেলা যুবলীগের সহ সভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান রবু, তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, জেলা যুবলীগের সহ সভাপতি বেলাল সরকার, আরিফুল ইসলাম রাহা, মুজাহিদুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মামুম আল রশিদ, সামাউন ইসলাম, সোহানুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, উপ প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম ভুইয়া, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সুমন, চারঘাট উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. লিটনসহ জেলা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।