মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বড়াইল গ্রামের শাহজাহানের ছেলে সিরাজ (৫০) ও আব্দুল কুদ্দুসের কিশোরপুত্র আব্দুল্লাহ (১২)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মণ্ডল জানান, রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছে আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির চালক ও সহকারি পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে।
বাংলার কথা/জানুয়ারি ২০, ২০২৪