নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর মুন্ডুমালা পৌর সভায় একটি রাস্তার কার্পেটিং এর উদ্ধোধন করা হয়েছে। বৃস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় পৌরসভার ১ নং ওয়ার্ডের পাঁচন্দর হাজিপাড়া হতে কামারে পাড়া রাস্তার অত্র এলাকার বয়স্ক ব্যাক্তিদের সঙ্গে নিয়ে উদ্ধোধন করেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।
এ সময় পৌর প্রকৌশলী নাজমুল হাসান, কাউন্সিলর বুরহান উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশলী নাজমুল হাসান জানান, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ৬১৫ মিটার এ রাস্তার কার্পেটিং এর কাজ আজ শেষ হবে।