নিজস্ব প্রতিবেদক
বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশি ও গোয়েন্দাবাহিনী দ্বারা অন্যায় ভাবে গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর বিএনপি। বুধবার বেলা ১১ টার দিকে মহানগরীর দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকার বিএনপির মহাসমাবেশের পূর্বে ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক তানোর পৌর মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এবং ২৭ জুলাই সকালে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে মিডওয়ে আবাসকি হোটেল থেকে রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা বিএনপি’র কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনকে পুলিশ বিনা অপরাধে আটক করে।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সদস্য সচিব মামনুর রশিদ মামুন, জেলা বিএনপির আহ্বায়ক বিশ^ানাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।