• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

মামলার আসামি কাউন্সিলর পদপ্রার্থীদের দিকে নজর রাখছে র‌্যাব

রিপোর্টার নাম:
আপডেট মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার চিহ্নিত সন্ত্রাসীও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া হত্যা, মাদক, চাঁদাবাজি, বোমাবাজি মামলার আসামিও ভোটে দাঁড়িয়েছেন। এরা ভোটের মাঠে উত্তেজনা ছড়িয়েছেন। ঘটেছে সহিংসতাও। তবে তাঁদের গোয়েন্দা নজরদারির মধ্যেই রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সাংবাদিকদের ব্রিফিং করে এ কথা জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে রিয়াজ শাহরিয়ার বলেন, ‘মামলার আসামিরা প্রার্থী হয়েছেন এ বিষয়টি নির্বাচন কমিশনার যখন এসেছিলেন তখনো তোলা হয়েছিল। বলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা সবাই জামিনে আছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী তারা অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের কার্যক্রম আমরা নজরে রেখেছি। আমাদের গোয়েন্দা তৎপরতা চালু রয়েছে। ভোটের দিন তারা সহিংসতা করতে পারবেন না।’

রিয়াজ শাহরিয়ার বলেন, ‘একটা ওয়ার্ডে দুই কাউন্সিলরের গ্রুপের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। দুটি মামলাও হয়েছে। তবে সরাসরি দুই প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি, যার ফলে আমরা নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা সেভাবেই হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ