নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজশাহীর সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকান গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম । এসময় দুইটি দোকানে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তকার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, আজ রাজশাহী সাহেব বাজারের ডিমের বাজারে অভিযান চালানো হয়। এসময় বেশি দামে ডিম বিক্রির অভিযোগে আহমেদ ডিমের দোকানকে ৫ হাজার ও রেইনবো পেইন্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। ডিমের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।