• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

বিএমডিএ’র পদোন্নতিপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

রিপোর্টার নাম:
আপডেট মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পদোন্নতিপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের সমন্বয়ে কর্তৃপক্ষের “বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম” শীর্ষক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ৩দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ।

প্রশিক্ষণ কর্মশালা কোর্স পরিচালনা করবেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গবেষণা ও প্রশিক্ষণ শাখা  সমশের আলী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার কারনে আজ সারা বিশ্বে সকলের কাছে বাংলাদেশ এক রোল মডেলে পরিনত হয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যা সরকার বিভিন্ন ভাবে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে যেন কৃষকরা তাদের ফসল কোন সমস্যা ছাড়া ফলাতে পারে । আপনারা যারা পদোন্নতি পেয়ে এই পদে আসীন হয়েছেন, তাদের দায়িত্ব ও কর্তব্য আরো অনেক বেড়ে গেছে। আমরা শত প্রতিকুলতার মাঝেও আপনাদের পদোন্নতি দিয়েছি যাতে করে আপনাদের সামাজিক মর্যাদা কিছুটা হলেও বৃদ্ধি পায়। সেই সাথে সাথে আপনাদের প্রচেষ্টা বৃদ্ধির মাধ্যমে কর্তৃপক্ষের সকল কাজে আরো গতিশীল হবে।

কর্মশালায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, ব্যবস্থাপক (কৃষি) এটিএম রফিকুল ইসলামসহ ৩০ জন উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ