নিজস্ব প্রতিবেদক
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, বিএনপি-জামায়াত যতই চক্রান্ত করুক না কেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের তাদের দিবাস্বপ্ন বাংলার মাটিতে কখনও পূরণ হবে না।
শনিবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান যুবলীগের সাথে মতবিনিময় সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদ বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বন্ধের অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু পারে নি, নির্বাচন বানচাল করতে না পেরে নির্বাচনের আগ মুহুর্তে তারা সবার মাঝে আতংক ছড়ানোর পরিকল্পনা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব তা আবারও প্রমাণিত হবে।
আসাদ বলেন, নির্বাচনের আগ মুহুর্তে তারা মানুষের মধ্যে আতংক ছড়ানোর উদ্দেশ্যে নাশকতা তৈরী করতে পারে। এজন্য আমাদের প্রত্যেককে খোঁজ রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের আচরণবিধি মেনে সবাই মিলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
হরিয়ান যুবলীগের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহম্মেদ, সদস্য ফারুক হোসেন ডাবলু, সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবের আলী, কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইয়াসিন আলী, হরিয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি জনির সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন হাসান আহমেদ জুয়েল প্রমুখ।