সংবাদ বিজ্ঞপ্তি
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর অংশ হিসেবে শিক্ষার্থীদের সাথে নিরাপদ সড়ক পারাপার ও চলাচল সম্পর্কিত আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও সচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ কার্যক্রম বিষয়ক অনুষ্ঠান সোমবার সকালে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হল রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নিরাপদ সড়ক চলাচল ও পারাপার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আব্দুল খালেক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল আলম, প্রতিষ্ঠানটির ইংরেজী বিভাগের প্রভাষক মোস্তাক মাহমুদ মারুফ ও সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান। অনুষ্ঠানে একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।