• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ

পূজামণ্ডপ পরিদর্শন করলেন দুর্গাপুর পৌরসভার মেয়র মিঠু

রিপোর্টার নাম:
আপডেট সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

দুর্গাপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার পূজা মণ্ডপ পরিদর্শন করলেন দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু। সোমবার বিকেলে দুর্গাপুর পৌর এলাকার জয়কৃষ্ণপুর ঋষিপাড়া দুর্গা মন্দির, গোড়খাই দুর্গা মন্দির ও দুর্গাপুর দুর্গা মন্দির পরিদর্শন করেছেন দুর্গাপুর পৌরসভার মেয়র ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান সরকার মিঠু।
তিনি ধর্মালম্বীদের অশুভ দিনের বিনাশ এবং শুভদিনের উদয় কামনা করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র একরামুল হক, কাউন্সিলর সাইফুল ইসলাম, জুলফিলার আলী ভূট্টু, সোহেল রানা, আনছার আলী, সোলাইমান আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, দুর্গাপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান হৃদয়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোল, পৌরসভার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম পরিদর্শনকালে পূজা মন্ডপের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন সাজেদুর রহমান মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ