নিজস্ব প্রতিনিধি
রাজশাহীর পবা ও মোহনপুরে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শুক্রবার বিকেলে পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানী বাজার ও মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ি ও মাটিকাটার খয়রার মোড়ে তিনি গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, হুজরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজরী পাড়া যুবলীগের সভাপতি আব্দুর রফিক, রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, দুয়ারির আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা নেতা এনামুল হক, মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান রাসেল, ঘাসিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মনপুরা আওয়ামী লীগ নেতা আজহার আলী, আলাউদ্দিন, আলী হোসেন, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি বেলাল সরকার, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ও সাধারণ সম্পাদক রুমেল আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।