নিজস্ব প্রতিবেদক
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় বজ্রপাতে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম জয় (১৭)। সে মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম সেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।
জয় ও তার বন্ধু সিয়াম সকালে এখানে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পর কোনোরকম বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায়। সিয়াম আহত হয়।