• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

নির্বাচন বর্জন করতে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

রাবি প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এ লিফলেট বিতরণ করেন তারা।

 

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সদস্য ফারুক হোসেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব গাজী ফেরদৌস হাসান, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ্ আল নিশাত ও ছাত্রদলকর্মী সামাদ মুবিনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিন বলেন, ‘আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন করার মাধ্যমে বানরের রুটি ভাগাভাগির খেলায় নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের অশুভ পায়তারা করছে। এ নির্বাচনকে ঘিরে আওয়ামী সন্ত্রাসীরা নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করেছে। তারা দেশকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে।’

 

সানিন বলেন, ‘বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নাশকতা করে চলছে তার দায়ভার বিএনপির নেতাকর্মীদের উপর চাপিয়ে দিচ্ছে। দেশের ১২কোটি ভোটারের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং আওয়ামী অপশক্তির ডামি নির্বাচনের বন্ধ করতে রাবি ছাত্রদল শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে।#

 

 

বাংলার কথা/সাইফুর রহমান/জানুয়ারি ০৪, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ