• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

নগরীর ফুল গাছ কাটার দায়ে যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী শহরের সড়ক বিভাজকে লাগানো ফুলের গাছ কেটে ফেলার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত নাঈম ইসলাম (২৫) নগরীর কাশিয়াডাঙ্গা থানার হলদারপাড়া মহল্লা বাসিন্দা। এ ঘটনায় জড়িত আরো কয়েকজনকে খুঁজছে পুলিশ। এর আগে বুধবার ভোরে নগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কের বিভাজকে থাকা ১২৫টি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ কেটে ফেলা এবং আরও ৫০টি গাছ তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাঈম এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্ত চলছে, জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহী নগরীর প্রায় সব সড়কের মাঝেই এখন ফুলগাছ লাগানো রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাবধানে এসব গাছ লাগানো ও পরিচর্যা করা হয়।

রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারের দিক নির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশ কর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কারা বহরমপুর রেল ক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন কেটে ফেলেছে। এরমধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে। এছাড়া আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে।

ঘটনা জানার পর বুধবার বিকেলে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের চিহ্নিত করার নির্দেশনা দেন। এর পরই পুলিশ অভিযানে নামে এবং রাতে নাঈমকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ