রাজশাহী সংবাদ ডেস্ক
বোতলজাত সয়াবিন তেলসহ ভোজ্যতেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী রোববার দুপুরে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে। এ ছাড়া পাম তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।
এর আগে গত মাসে ভোজ্যতেল আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা জানিয়ে সয়াবিন তেলের মূল্য বাড়িয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি ওই মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করেছিল। ওই সিদ্ধান্তের আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৮৭ টাকা।