• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ

তৃণমূলের মানুষের ভাগ্য বদল করেছেন জননেত্রী শেখ হাসিনা: আসাদ

রিপোর্টার নাম:
আপডেট বুধবার, ১৯ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, বর্তমান সরকারের অব্যাহত উন্নয়নের ফলে বদলে গেছে দেশের চিত্র। তৃণমূলের মানুষের অবস্থার পরিবর্তন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ধারাবাহিক উন্নয়নের ফলে বদলে গেছে তৃণমূলের মানুষের ভাগ্য। এখন আর কোথাও মঙ্গা দেখা যায় না। মানুষের জীবনমান এখন অনেক উন্নত। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আপষহীন নেতৃত্বের কারণে। বুধবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগকালে আসাদ এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে রাজশাহীর গ্রামে গ্রামে যাচ্ছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে আওয়ামীলীগ নেতা আসাদ যান মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা এলাকায়। ঐ এলাকার মানুষের সামনে তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। তার আগমনের খবরে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষ জড়ো হয়। সাধারণ মানুষের সাথে গণসংযোগকালে আসাদ বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তাঁর দুরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফলে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। তাঁর এত উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষ খুব সহজেই বুঝলেও এদেশের উন্নয়ন বিরোধী একটি অংশ এসব উন্নয়ন দেখতে পায় না। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আবারো জ্বালাও পোড়াও শুরু করেছে। এজন্য নেতা কর্মীসহ সাধারণ মানুষকে সজাগ থাকার আহবান জানান আসাদ।


গনসংযোগ ও মতবিনিময়কালে মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সাবেক ছাত্রনেতা আবু রায়হান মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজুল আলম, সাবেক ছাত্রনেতা কামরান ইয়ামেন, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, মোহনপুরের আওয়ামী লীগ নেতা সুলতান মাস্টার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, মোহনপুর আওয়ামী লীগ নেতা এনামুল আলী, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিলন মাস্টার, ঘাসিগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোরশেদ রঞ্জু, প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, রায়ঘাটি ইউনিয়ন নেতা সুরঞ্জিতসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ