• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

তানোরের ৫ গ্রাম বাল্যবিয়েমুক্ত ঘোষণা

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হেসেন এ ঘোষণা দেন।  বাল্যাববাহ মুক্ত গ্রামগুলো হলো, তানোর পৌরসভার ধানতৈড়, মুন্ডুমালা পৌরসভার মাহালীপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর, সরনজাই ইউনিয়নের সরকারপাড়া ও তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলার এই ৫ গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষাণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন, এই ৫ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ