নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা ছাত্রলীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর লক্ষীপুরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে তারা এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর। রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তর পরিচালনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মেরাজুল আলম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, জেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য শরিফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার সম্পাদক সোহরাওয়ার্দী পারভেজ প্রমুখ।