সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের আমন্ত্রণে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর কলাবাগানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বাসভবনে যান রাসিক মেয়র।
সৌজন্য সাক্ষাৎকালে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের অসামান্য চিত্রকর্মগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সঙ্গে মতবিনিময় করেন মেয়র । মতবিনিময় শেষে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মগুলো পরিদর্শন করেন খায়রুজ্জামান লিটন। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।