নিজস্ব প্রতিবেদক
রাজশাহী র্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চারঘাটের ভায়া লক্ষীপুর এ অভিযান চালায় র্যাব।
আটককৃতরা হলো- চারঘাট উপজেলা ভায়া লক্ষীপুর এলাকার কুনাল (৪৫) ও একই এলাকার শাহীন আলী (২৪)।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ সদর কোম্পানী সদর কোম্পানীর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রাজশাহীর চারঘাট থানার ভায়া লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের (দোকানদার মুংলী বাজার) আমের বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাইমদ বিক্রির জন্য অপেক্ষা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে ওআ আম বাগানে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে কুনাল ও শাহীনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৬শ’ লিটার চোলাই মদ উদ্ধার হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অবৈধ চোলাইমদ বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। আটককৃতদের চারঘাট থানায় সোপর্দ করে র্যাবের পক্ষে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।