রাজশাহী সংবাদ ডেস্ক
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি তিনটির দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। আর বাকি আসনটি থাকবে উন্মুক্ত। রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর: নিউজবাংলা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়েছে সেগুলো হলো বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।
এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি ও বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। সে লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও চালিয়ে আসছিলেন।
স্থানীয় সাধারণ মানুষও মাহিয়া মাহিকে নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
অবশ্য ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতা-কর্মীরা মাহির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের বক্তব্য, দলে মাহির ত্যাগ, শ্রম, অবদান, সংগ্রাম কোনোটাই নেই। পোড় খাওয়া নেতা-কর্মীরা এমন কাউকে দল মনোনীত প্রার্থী হিসেবে মেনে নেবেন না।
মাহির পাশাপাশি এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন। শেষ পর্যন্ত জিয়াউর রহমানই মনোনয়ন পেয়েছেন। তিনি ২০০৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।