সংবাদ বিজ্ঞপ্তি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ করা হচ্ছে। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প কর্তৃক এই কসাইখানার উদ্বোধন করা হচ্ছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ নগরীর জোতপ্রতাপ পুরাতন কসাইখানার স্থানে এই অধুনিক কসাইখানার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। ৮ কোটি ৯৯লাখ ৬৫হাজার ৮৮৫ টাকা ব্যয়ে আধুনিক এই কসাইখানায় পশু জবেহ ও মাংস প্রস্তুত করার পাশাপাশি আধুনিক বর্জব্যবস্থাপনাও থাকবে। ফলে পরিবেশ মান উন্নয়নসহ টাটকা ও স্বাস্থ্যসম্মত মাংস মিলবে নগরবাসীর।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানসহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।