• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ হিরো আলমের

রিপোর্টার নাম:
আপডেট সোমবার, ১৭ জুলাই, ২০২৩

একাধিক ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার বেলা ১১টার দিকে টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।

সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা আমার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। আমি বনানী থানায় অভিযোগ জানিয়েছিলাম। তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখন পর্যন্ত ১২টি কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এভাবে পোলিং এজেন্টদের বের করে দেয়া হলে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। এমন চলতে থাকলে ভোটের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। কেউ ভোট দিতে আসবে না।’

এ বিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘বেলা এগারটা পর্যন্ত ৩২ জন ভোটার ভোট প্রদান করেছেন। এরপর আরও দশটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম।’

হিরো আলমের পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকালে হিরো আলমের চারজন এজেন্ট তাদের কাগজপত্র নিয়ে এসেছিলেন। আমি সাইন করে দিয়েছি। এরপর তাদের বের করে দেয়ার অভিযোগটি আমি জানি না। পোলিং এজেন্টরা আমাকে কোনো অভিযোগ করেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ