• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
আপডেট রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একটি কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, মজনু আহমেদ (৪০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে  মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ায়েরর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর উপশহর এলাকায় অভিযোগ চালিয়ে মজনুকে আটক করে র‌্যাব। এসময় তার প্রাইভেট কারে তল্লাশী করে কারের ভিতরে থাকা তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ