• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

সাবেক সচিবের বাড়ি থেকে বিপুল নগদ টাকা ও বিদেশী মুদ্রা উদ্ধার

রিপোর্টার নাম:
আপডেট শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বাংলার কথা ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিদেশী মুদ্রা এবং প্রাইজবন্ডও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাড়িটিতে অভিযান চালিয়ে এসব নগদ টাকা ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ হাজার ইউএস ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুর ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়ান ও ১৯৯ চাইনিজ ইয়ান। এর বাইরে একশ টাকার মূল্যমানের ৭৪৪টি প্রাইজবন্ড উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন শাহ কামাল। চাকরি জীবনে মাঠ প্রশাসনে গাজীপুরের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, শ্রীপুর, কালীগঞ্জ ও গাজীপুর সদরের উপজেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া সদরের উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সবশেষ ২০১৫ সালে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদান করেন। চার বছরের ব্যবধানে ২০১৯ সালে সরকারের সিনিয়র সচিব পদে নিয়োগপ্রাপ্ত হন। অপেক্ষাকৃত কনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিশেষ তদবিরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে যান শাহ কামাল।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আগে শাহ আলম অতিরিক্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

এছাড়া বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। স্কাউট কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ পদক গোল্ডেন টাইগার এবং সিলভার ইলিশ দিয়ে সন্মানিত করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন।

সূত্র: বণিক বার্তা

 

বাংলার কথা/আগস্ট ১৬, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ