• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টার নাম:
আপডেট শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা আন্দোলন কর্মসূচিতে হামলায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দু’টার দিকে ঈশ্বরদীর আলোবাগ মোড়ের এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তমালের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এতথ্য নিশ্চিত করেছেন।

তমালের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সশস্ত্র ক্যাডারদের নিয়ে হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়। এসময় তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পিটিয়ে অন্তত ১৫জনকে মারাত্মকভাবে আহত করে।

এ ঘটনায় গত ১৫ আগষ্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিতে আহত নজরুল ইসলাম বাদি হয়ে সাবেক এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২নং আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে ঈশ্বরদীতে অবৈধ দখলদারী, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি খাসজমি দখল, বালু মহাল দখল, পুকুর দখল, অন্যের জমি দখল, ইপিজেডস্থ ব্যক্তি মালিকানাধীন কোম্পানিগুলোকে জিম্মি করে চাঁদাবাজি, ঝুটের সঙ্গে মূল্যবান পণ্য বের করা, নেতাকর্মীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলাসহ অসংখ্য অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা মেজর মোঃ এহতেশামুল হক খান বলেন, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে একজন পলাতক আসামি। তাকে বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদীর আলোবাগ এলাকার একটি বাসা থেকে আগ্নেয়াস্ত্র, গুলিভর্তি ম্যাগজিন, ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে।

বাংলার কথা/শেখ মেহেদী হাসান/সেপ্টেম্বর ০৬, ২০২৪

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ