• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত সুইং স্টেটে কার অবস্থান কেমন রাজশাহী জেলা প্রশাসনের ২৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী জাতীয়াতাবাদী দল ঐক্য পরিষদের আত্মপ্রকাশ প্রথম পক্ষের দেনমোহরের টাকা শোধ না করে যাচ্ছিলেন দ্বিতীয় বিয়ে করতে, পথে হামলা শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী গুলিবিদ্ধ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি রাবি অধ্যাপক হাছানাত আলী প্রতি কেজি ইলিশে ৭৫০ টাকা পর্যন্ত লাভ নির্বাচন কবে হবে, জানালেন প্রধান উপদেষ্টা নাটোরে বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ

শিবগঞ্জে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালিত

রিপোর্টার নাম:
আপডেট শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দশ হাজারের অধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে ৭৭ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন বক্তারা। আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা নাজমুল কবির মুক্তা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। গত ৩০ সেপ্টেম্বর শিবগঞ্জ পৌরসভার কারিপট্টি এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও আদিনা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ