• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

রাবি ভিসির পদত্যাগ, সরে গেলেন প্রক্টরসহ আরো যারা

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টা ২ মিনিটে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার নিজেই পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ার পর উপাচার্য তার পদ থেকে সরে দাঁড়ান।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’

এদিকে, উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান তাদের নিজ পথ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তাঁদের মধ্যে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছাড়া সবাই বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। প্রক্টর ও ছাত্র উপদেষ্টা গত ৬ আগস্ট পদত্যাগ করেন।

 

বাংলার কথা/আগস্ট ০৮, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ