রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক ড. মো. আখতার হোসেন মজুমদার আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দায়িত্বে যোগদান করেছেন। তিনি সমাজকর্ম বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন।
দায়িত্বে যোগদানের পর প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ ও ১৯৯৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মজুমদার ২০০৫ সালে রাবি সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০২২ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি আবাসিক শিক্ষক ও রোভার স্কাউটসের লিডারসহ অন্যান্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি বেশ কয়েকটি দেশ সফর করেছেন। তাঁর আগ্রহ ও গবেষণার অন্যতম ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন।
তিনি এক কন্যা ও এক পুত্রের জনক।
বাংলার কথা/পিআর/সেপ্টেম্বর ০৬, ২০২৪