• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের যোগদান

রিপোর্টার নাম:
আপডেট শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাঁর দায়িত্বে যোগদান করেছেন। তিনি অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্বরত ছিলেন। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে রেজিস্ট্রার দপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. শেখ সা’দ আহমেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারীজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ৬টি গবেষণা প্রবন্ধ বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ২০০৬ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মৎস্য অধিদপ্তরে মৎস্য কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী নজরুল গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ বেতারের নিয়মিত কথক।

 

বাংলার কথা/পিআর/সেপ্টেম্বর ০৬, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ