নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য ড. সালেহ হাসান নকীব আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
নতুন ভিসির যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রারের দায়িত্বে নিযুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেখানে তাঁদের কয়েকজন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য গঠনমূলক সমালোচনা আশা করেন।
পরে তিনি শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে দোয়া করেন।
উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব-এর সংক্ষিপ্ত জীবনী
বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ১৯৭০ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। কমনওয়েলথ স্কলারশিপে ২০০৩ সালে তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগ ও প্রথম শ্রেণি অর্জন করেন।
১৯৯৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। সুপার কন্ডাক্টিভিটি ও সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ তাঁর গবেষণার বিষয়।
অধ্যাপক নকীব বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করেছেন। এযাবত তাঁর প্রায় ১৭৫টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু গবেষণা তত্ত্বাবধান করেছেন। তাঁর সাইটেশনের সংখ্যা প্রায় ৫ হাজার।
অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য। এছাড়া তিনি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ অন্যান্য কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা, বৃদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংগঠনের ফেলো ও সদস্য। তিনি Journal of Scientific Research ও Rajshahi University Journal of Science and Engineering এর সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক। তাঁর স্ত্রী ড. রায়হানা শামস্ ইসলাম রাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম উপাচার্য।
বাংলার কথা/পিআর/সেপ্টেম্বর ০৫, ২০২৪