রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাঁর দায়িত্বে যোগদান করেছেন। তিনি ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে ছাত্র-উপদেষ্টা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. মো. আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩ সালে প্রভাষক হিসেবে ফোকলোর বিভাগে যোগ দেন ও ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।
ড. আমিরুল একজন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও সোশ্যাল এক্টিভিস্ট। তিনি নিজ বিষয়ে গবেষণার পাশাপাশি বাংলা একাডেমির বিবর্তনমূলক বাংলা অভিধান সংকলনের কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকা ও জার্নালে প্রকাশিত তাঁর প্রবন্ধের সংখ্যা ১৬৬ ও গ্রন্থের সংখ্যা ৭। তিনি মেধা এবং তারার মেলা পত্রিকার সম্পাদক এবং ফোকলোর জার্নাল, লোকভূমি ও ভাষা সাহিত্য-সংস্কৃতি গবেষণা পত্রিকার সহ-সম্পাদক।
বাংলার কথা/পিআর/সেপ্টেম্বর ০৬, ২০২৪