নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীতে রাত জেগে পাহারা দিচ্ছে রাজশাহী শহর স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ। মহানগরীর ফায়ার সার্ভিস মোড়ে প্রতিদিন চেকপোষ্ট বসিয়ে তারা তল্লাশি করছে গাড়ি। তাদের এ কার্যক্রমের জন্য এলাকাবাসী আনন্দিত, নিরাপদে ঘুমাতে পারছে তারা।
নগরীর ফায়ার সার্ভিস মোড়ে বৃহস্পতিবার রাতে গিয়ে দেখা যায়, গলায় কার্ড ঝুলিয়ে হাতে বাঁশি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি চেক করছে শহর স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ। কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করছে তারা।
এই চেকিং এর সময় উপস্থিত ছিলেন রাজশাহী শহর স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মহিবুল্লাহ শেখ মুন্না, সাধারণ সম্পাদক সোবান শেখ শাহিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ রবিন, প্রচার সম্পাদক আল-ফাত্তা সামাদ, সদস্য সাহান, তাহাসিন, শান্ত ইসলাম, আহাদ আলী, সাহান, সিজান, ইয়াসিন, তামিম ইসলাম প্রমুখ।
বাংলার কথা/পিআর/আগস্ট ১৬, ২০২৪শান