• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরালে কালি মাখাল দুর্বৃত্তরা

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বাংলার কথা ডেস্ক

রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের মুখে কালি মাখিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে ম্যুরালের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। গত বুধবার (৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে ম্যুরালটির সারা গায়ে শাবল ও হাতুড়ির আঘাতের চিহ্ন দেখা গেছে। ম্যুরালে মুখমণ্ডলে কালি মাখানো। নিচের দিকে বেদি ভেঙে ফেলা হয়েছে। দুই পাশে থাকা সীমানাপ্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী পুরো এলাকা পরিষ্কার করেছেন।

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন ‘সেভ রাজশাহী’ নামের সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। তাঁরা ম্যুরালটি রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সিঅ্যান্ডবি মোড়ের বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মাণ শেষে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার প্রথম দিনে উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ২ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মিত হয়। এটি দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে রাজশাহী কলেজের পাশে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি গত সোমবার বিকেলেই বুলডোজার এনে ভাঙার চেষ্টা করা হয়েছে। এর দুই পাশের পিলার ভাঙা হয়েছে। পুরো ম্যুরালে আঘাতের চিহ্ন আছে। নগরের কুমারপাড়ায় জাতীয় চার নেতার মাঝখানে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় গত সোমবার। মাঝখান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে ফেলা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

 

বাংলার কথা/আগস্ট ০৮, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ