• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে আওয়ামী লীগের গুলিতে আহত রায়হানের মৃত্যু

রিপোর্টার নাম:
আপডেট শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও পুলিশের চালানো গুলিতে আহত রাজশাহী কলেজের ছাত্র রায়হান আলী মারা গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এনিয়ে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজন।

রায়হান গত ৫ আগস্ট দুপুরে নগরীর শাহ মখদুম এলাকার সামনের রাস্তায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ ছাত্রদল, যুবদল, বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে নগরীর আলুপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। তাদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিলো। পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও আসেন সেখানে।

 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের একট গাড়িতে অস্ত্র এনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হাতে সেসব অস্ত্র তুলে দেয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগ দেয় বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশও। দুুপর একটার দিকে ছাত্র-জনতার মিছিলটি নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে এলে পুলিশ ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে গুলিবর্ষণ শুরু করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গুলিবিদ্ধ ৩০জনসহ আহত ৪০জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম সবুজ।

 

গুলি ও হামলায় আহত শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়। এসময় শাহ মখদুম কলেজের পাশের এক বাড়িতে আশ্রয় নেওয়া নগরীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম সবুজকে বের করে আওয়ামী লীগের কর্মীরা কুপিয়ে হত্যা করে।

 

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ৩০জনের মধ্যে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আলী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া এলাকার মুসলেম উদ্দিনের ছেলে ছিলেন।

রায়হান আলী

 

রায়হান আলী রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) দুুপুর আড়াইটায় রাজশাহী কলেজের রায়হান আলীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

বাংলার কথা/আগস্ট ০৯, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ