• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

রিপোর্টার নাম:
আপডেট মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ১৫৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন প্রার্থী। তবে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে বাকি তিন মেয়র প্রার্থী কখন, কোথায় ভোট দেবেন তা নিয়ে ভোটারদের আগ্রহ রয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা) রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকায় থাকা জাপার মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙল) সকাল ১০টায় মহানগরীর আটকশি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল) মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতমখাঁ গোরস্থান এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বেলা ১১টায়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনে সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২ জন। আর সংরক্ষিত নারী আসনের ১০টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাসিকে এবার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ