• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ

ব্যতিক্রমি মর্যাদায় কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
oplus_0

শেখ মেহেদী হাসান, ঈশ্বরদী (পাবনা)
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিকী সভাপতিত্বে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি ঘোষইা করে ব্যতিক্রমি মর্যাদায় সদ্য কারামুক্ত ৩০ নেতাকর্মীকে গণসংবর্ধনা প্রদান করেছে বিএনপি।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলহাজ¦ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান জানান, ৩০ বছর আগে ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে কথিত হামলা মামলায় বিএনপির ঈশ্বরদীর ৪৭ নেতাকর্মীকে সরকারের ফরমায়েশী রায়ে মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ১০ বছরের সাজা দেওয়া হয়।স

স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর গত রবিবার ও সোমবার পাবনা ও রাজশাহী কারাগারে বন্দি থাকা ৪৭ নেতাকর্মীর মধ্যে ৩০ নেতাকর্মী পাঁচ বছর পর জামিনে মুক্ত হয়েছেন। এজন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতি পূরণ করতে দলীয় নেতাকর্মীদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেহেদী আরও জানান, আমরা দলীয় নেতাকর্মীরা ও সদ্য কারামুক্ত রাজবন্দিরা কখনই মনে করতে চাই না যে, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট থেকে আমরা দুরে আছি। আমরা সবাই তাদের দৃষ্টিতে রয়েছি।

 

oplus_0

পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানের তত্বাবধায়নের ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসানের সঞ্চালনায় কারামুক্ত স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ, আহতের আশুসুস্থ্যতা কামনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনে চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহসান হাবিব, বিষ্টু সরকার, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম ঠাকুর, আক্কাস আলী প্রমুখ। কারামুক্তদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ^াস, আনোয়ার হোসেন জনি, সেলিম আহমেদ প্রমুখ।

গত মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্টের আপিল বিভাগের বিজয়-৭১ এর ১১ আদালতের যৌথ বেঞ্চের বিচারক এএসএম আব্দুল মবিন ও বিচারক মো. মাহমুদ হাসান তালুকদার শুনানি শেষে কারাবন্দি ৩০ নেতাকর্মীকে জামিন দেন।

৩০ বছর আগে ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে হামলা ও গুলি বর্ষণের মিথ্যা মামলার রায়ে স্থানীয় বিএনপির ৯ নেতাকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন ও ১২জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। মামলায় মৃত্যুদন্ড আদেশপ্রাপ্তরা হলেন-তৎকালীন ছাত্রদল নেতা বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র শামসুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম আখতারুজ্জামান, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল, উপজেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান শাহিন, ছাত্রনেতা মোস্তফা নুরে আলম শ্যামল বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন।

রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন মামলাটির মৃত্যুদন্ডপ্রাপ্তদেরও জামিনের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে বলে এডভোকেট জামিল আক্তার এলাহী।

বাংলার কথা/শেখ মেহেদী হাসান/সেপ্টেম্বর ১২, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ